বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫

আস ভাল হই

......শাকিল আহমেদ
জ্ঞানের অভাবে কু- স্বভাবে
ভাগ্যে জোটে গালি
নীরবুদ্ধিতাকে কৌতুক ভেবে
লোকে দেয় হাত তালি।
ভাল না বুঝে মন্দের সাথে
কর গড়াগড়ি
তাইত মনে সুখ থাকেনা
সঙ্গি তোমার আহাজারি।
অসৎ তোমার কর্মকাণ্ড সব
শূন্য তার কর্মফল
উপ মহলে ঠাই নেই তোমার
স্থান ডুবতল।
ভাল মন্দে জগৎ ভরা
তুমি মন্দই রোইওনা
জ্ঞান অভাবে মন্দ ভেবে
দু ঃক্ষের বোঝা বইয়োনা।
আস আমরা ভাল দিয়ে
পুরো জগৎ সাজাই
সবে মিলে এক প্রাণে
সাম্মের গান গাই।